বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘গত ৫০ বছরে দুর্নীতি মহীরুহ হয়ে এখন তা ক্যানসারে পরিণত হয়েছে। দুর্নীতির মতো ক্যানসার দূর করতে হলে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতিবাজদের রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় করতে হবে। আর সেই লক্ষেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
শুক্রবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট বার ভবনের ক্যাফে অঙ্গন রেস্তোরাঁয় বাংলাদেশ কংগ্রেস আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধে রমজানের ভূমিকা’-শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ন্যাপ মহাসচিব বলেন, ‘বাংলাদেশ বর্তমানে একটা ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে, চলমান এই সংকট থেকে উত্তরণের জন্য পথ খুঁজে বের করতে হবে।’
মোস্তফা ভুইয়া বলেন, ‘বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাপ্রতিষ্ঠা করা এখন আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এ জন্য আমাদের যার যার অবস্থান থেকে সবাইকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। চলমান সমস্যা সমাধানের পথ বের করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, সমাধানের আস্থা সৃষ্টি করতে হবে। মনে রাখতে হবে আমরা বারো ভূতের দেশ। এক ভূত কাঁধ থেকে না নামতেই আরেক ভূত কাঁধে চাপে। এক লুটেরার পরিবর্তে আরেক লুটরা নয়। সত্যিকারের পরিবর্তনের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বিএলডিপি চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, গণঅধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন প্রমুখ।
Leave a Reply